চাঁপাইনবাবগঞ্জে নদী দূষণ রোধ ও খনন করে নাব্য ফিরিয়ে আনার তাগিদ বিশিষ্টজনদের

216

পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন সেভ দ্য নেচারের আয়োজনে নদী বাঁচাও-চাঁপাইনবাবগঞ্জ বাঁচাও শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিশিষ্টজনরা বলেছেন, জেলার উপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা, পাগলা ও পুনর্ভবা নদী ফারাক্কা ব্যারেজের বিরূপ প্রভাবে পানি শূন্য হয়ে মরা খালে পরিণত হয়েছে। কাজেই নদীগুলোকে দূষণ মুক্ত এবং খনন করা না হলে জীববৈচিত্র  একেবারেই ধ্বংস হয়ে যাবে। আজ অনুষ্ঠিত বৈঠকে নির্ধারিত আলোচক ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দাউদ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সুকেশ কুমার, চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মনিম উদ দৌলা চৌধুরী, সমাজ কর্মী সফিকুল আলম ভোতা, আইনজীবি সাইফুল ইসলাম রেজা। সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়ক রবিউল হাসান ডলারের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক সঞ্চলনা করেন সেভ দ্য নেচারের সমন্বয়ক শহীদুল হুদা অলক। বৈঠকের মূল আলোচনার শুরুতে নদীর জীবন নামে একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করেন সমন্বয়ক ফয়সাল মাহমুদ এবং মুল প্রবন্ধ উপস্থাপন করেন সমন্বয়ক এম এ মাহবুব।