মাঙ্কিপক্সের কারণে নিউ ইয়র্কে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা

113

মাঙ্কিপক্স ভাইরাসের বিস্তারের কারণে নিউ ইয়র্কে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। শহরটিকে প্রাদুর্ভাবের ‘কেন্দ্র’ বলে অভিহিত করেছেন নগরীর কর্মকর্তারা। এই ঘোষণার মাধ্যমে কর্মকর্তারা শহরের স্বাস্থ্যবিধির অধীনে জরুরি আদেশ জারি করতে এবং বিস্তারকে নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নেওয়ার সুযোগ দেবে। মেয়র এরিক অ্যাডামস এবং স্বাস্থ্য কমিশনার অশ্বিন ভাসানের ঘোষণায় বলা হয়েছে, নগরীর প্রায় ১ লাখ ৫০ হাজার বাসিন্দা সংক্রমণের ঝুঁকিতে থাকতে পারে। অ্যাডামস ও ভাসান যৌথ বিবৃতিতে বলেছেন, এই প্রাদুর্ভাবটি মোকাবিলায় আমাদের অবশ্যই দ্রুত সম্পদ নিয়ে জাতীয় ও বৈশ্বিকভাবে পদক্ষেপ নিতে হবে এবং এই জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতির এই ঘোষণাটি এই মুহূর্তের গুরুত্বকে প্রতিফলিত করে।