ইরানে সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বন্যায় মৃত্যু ৮০

106

এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বন্যায় ইরানে অন্তত ৮০ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ৩০ জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে। গত ২৩ জুলাই ইরানের মোরদাদ মাস শুরু হয়। সাম্প্রতিক বন্যার কারণে ৫৯ জন মারা গেছেন এবং ৩০ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি-জেনারেল ইয়াঘুব সোলেইমানি। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফার্সে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ২২ জনের মৃত্যু হয়।