মহানন্দায় পোনা অবমুক্ত করে জেলায় মৎস্য সপ্তাহের উদ্বোধন

563

চাঁপাইনবাবগঞ্জে গত কাল বুধবার মহানন্দা নদীতে পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গী সেতু সংলগ্ন এলাকায় ২০ কেজি দেশি মাছের পোনা অবুমুক্ত করে সপ্তাহ ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম, বিজিবি ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম আবুল এহসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুঞ্জুরুল হুদা, জেলা মৎস্য কর্মকর্তা শাসুল আলশ শাহ, জেলা মুক্তিযোদ্ধা কমা-ার সিরাজুল ইসলাম প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বিজিবি ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম আবুল এহসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুঞ্জুরুল হুদা, জেলা মৎস্য কর্মকর্তা শাসুল আলশ শাহ, জেলা মুক্তিযোদ্ধা কমা-ার সিরাজুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে ৫জন মৎস্য চাষীকে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়। এর আগে সংসদ সদস্য মো. আব্দুল ওদুদের নেতৃত্বে জেলা প্রশাসাকর কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে শেষ হয়।

অন্যদিকে, গোমস্তাপুরেও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ সকালে র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরন ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। গোমস্তাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে, আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাইরুল ইসলাম, আলিনগর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, উপজেলা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা। পরে উপজেলা চত্ত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে ৩ জন সফল মৎস্য চাষী সের্জাুল ইসলাম, আব্দুল লতিফ ও রাকিব আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।