ভোলাহাটে রিফাত প্রকৌশলি হতে চায়

230

বাবা-মা’র আদর, কড়া শাসন, শিক্ষকদের অবদান এসএম শাহরিয়ার রিফাতকে ভালো ফলাফলের শীর্ষে নিয়ে গেছে এমন কথায় বললেন গোলটেবিলে বসে থেকে রিফাত। পাশে বসা মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিজিয়া খাতুন। ছেলে ও মার গল্প কি করে ছেলে এসএম শাহরিয়ার রিফাত এসএসসিতে ভালো ফলাফল করেছে। মায়ের কড়া শাসনের ভালোবাসা, বাবার অফুরন্ত আদর আর রিফাতের প্রতিদিন ৮ঘন্টা পড়া-লেখা। এ’ছাড়া তার স্কুল রামেশ্বর পাইলট ইনস্টিটিউশন এর সকল শিক্ষক সকলের চেষ্টায় রিফাতের ফলাফল ভালো হয়েছে। রিফাতের বাবা নুহু শেখ ভোলাহাট সরকারী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক। বাবা- মা শত ব্যবস্থতার মাঝেও রিফাতের প্রতি পড়ালেখার নজরদারি ছিলো বেশ। ফলে এবার এসএসসি পরীক্ষায় ১৩ শত নম্বরের মধ্যে রিফত পেয়েছে ১ হাজার ২৩৬। রিফাত জেএসসি ও পিএসসিতে গোল্ডেন ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো। রিফাত সকলের দোয়া চেয়েছেন এবং তিনি বড় হয়ে মানুষের মত মানুষ হয়ে প্রকৌশলি হতে চান।