ভোলাহাটে ফেনসিডিলসহ এক যুবককে আটক করে থানায় সোর্পদ করায় ইউএনও’কে অভিনন্দন

546

ভোলাহাটে ফেনসিডিলসহ এক মাদক স¤্রাটকে আটক করে থানায় সোর্পদ করায় ইউএনও’কে উপজেলাবাসির অভিনন্দন। গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলার নিবাহী অফিসার ফিরোজ হাসান বুধবার রাত ৮টার সময় উপজেলার মেডিকেল মোড়স্থ একতা মার্কেট থেকে ঢাকায় ছেড়ে যাওয়া মিন্টু পরিবহনে তল্লাশী চালিয়ে একটি ব্যাগে থাকা ৪৯ বোতল ফেনসিডিলসহ মাদক স¤্রাট উপজেলার কাশিমপুর গ্রামের মৃত: দানেশ আলীর ছেলে ফরহাদ(২২)কে আটক করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মাদক স¤্রাট ফরহাদের স্বীকারোক্তিমূল জবানবন্দী গ্রহণ করে ভোলাহাট থানায় সোর্পদ করেন। উপজেলা নির্বার্হী অফিসার ফিরোজ হাসান জানান, ভোলাহাট উপজেলা থেকে মাদক র্নিমূল করতে যোগদানের সময় কথা দেয়ায় মাদক নিয়ন্ত্রণে কথা রেখেছেন। অভিযান চলছে এবং অব্যহত থাকবে । এছাড়া ভোলাহাট থেকে ঢাকা গামী সব পরিবহন কড়া নজরদারীর মধ্যে থাকবে বলে জানান। উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগকে ভোলাহাট উপজেলার সুশীল সমাজের মানুষ অভিনন্দন জানিয়ে বলেন, মাদক নিয়ন্ত্রণে তাকে সহযোগিতা করবেন। উপজেলাবাসি জানান, পুলিশ সারাদিন উপজেলার প্রত্যন্ত অঞ্চল দাপিয়ে বেড়িয়েও মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখতে সক্ষম হচ্ছেন না অথচ উপজেলা নির্বাহী অফিসার মাদকসহ বিভিন্ন কাজ দক্ষতার সাথে চালিয়ে যেতে সক্ষম হওয়া উপজেলাবাসি অভিনন্দন জানিয়েছেন। এ ব্যাপারে ভোলাহাটের অফিসার ইনর্চাজ মহসিন আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃত যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।