ভোলাহাটে নিরাপদ আম উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ শেষ হলো

304

ভোলাহাটে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পেস প্রকল্পের আওতায় আমচাষিদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ইউনিট-১৪, ভোলাহাট কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুরু হয়। ২দিনে প্রশিক্ষণ প্রদান করেনÑ ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, প্রয়াসের এসইপি ও পেস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জহুরুল ইসলাম, ইউনিট ব্যবস্থাপক তরিকুল ইসলামসহ এসইপি প্রকল্পের কর্মীবৃন্দ। প্রশিক্ষণে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিরাপদ আম উৎপাদন, কোভিড-১৯ মোকাবিলা ও কারখানায় আম সরবরাহকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।