ভেনিজুয়েলায় সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

115

বৈরী আবহাওয়ার কারণে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের কাছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ৭ জন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার কারাকাস থেকে মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোহেদেসে যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। নিহতদের মধ্যে দুজন লেফটেন্যান্ট কর্নেল ও পাঁচজন জুনিয়র র‌্যাংকের কর্মকর্তা বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে।