ফণিতে ওড়িশায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

170

ঘূর্ণিঝড় ফণির আঘাতে ভারতের ওড়িশায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। শুক্রবার ঘন্টায় প্রায় ২০০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ভারতের পূর্বাঞ্চলে আঘাত হানে ফণি। ঝড়ে ওই অঞ্চলের বহু বাড়িঘরের টিনের ছাদ উড়ে গেছে, উপড়ে গেছে টেলিফোনের খুঁটিসহ বহু গাছপালা।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওড়িশায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৩ জনে দাঁড়িয়েছে। তবে পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আগেভাগে লোকজন সরিয়ে নেওয়ায় হতাহতের সংখ্যা কমানো সম্ভব হয়েছে। পুরির স্বাস্থ্য কর্মকর্তা ব্রজবন্ধু দাস বলেন, ‘ঝড়ে পুরিতে ২১ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৩০০ জন আহত হয়েছে। এর আগে ওড়িশার বিভিন্ন অঞ্চলে ১২ জনের মৃত্যুর  খবর জানানো হয়েছিল। স্থানীয় কর্মকর্তাদের দেওয়া প্রাথমিক হিসেব অনুযায়ী, ফণির কারণে প্রায় এক হাজার ২০০ কোটি রুপির অবকাঠামোগত ক্ষতি হয়েছে। কর্র্তপক্ষ ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে জরুরিভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালুর চেষ্টা করছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহে প্রায় ৬০ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন।