ভুটানকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

260

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল প্রথম চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল প্রায় নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। রাজধানীর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এ জয় তুলে নেয় লাল-সবুজ জার্সিধারী কিশোরিরা।
এবার ভারতের বিপক্ষে নেপাল হারলে বা ড্র করলেই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। আর বাংলাদেশ আগামি বৃহস্পতিবার সাড়ে ১১টায় ভারতের মুখোমুখি হবে। আক্রমণাত্মক খেলার লক্ষ্য নিয়ে ভুটানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যেখানে ম্যাচের ১২ মিনিটে মার্জিয়ার কর্ণার থেকে আঁখি খাতুন হেড দিয়ে লিড নেন। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে বাঁ দিক থেকে মার্জিয়ার কর্নার ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের আঁখির সাইড ভলিতে পরাস্ত হন গোলরক্ষক। ২-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।
খেলার ৭৯ মিনিট জয় নিশ্চিত করে বাংলাদেশ। সাজিদা খাতুন গোল করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রব্বানীর শিষ্যরা। এর আগে দাপটের সঙ্গে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করে বাংলাদেশ। তহুরা খাতুনের হ্যাটট্রিকে নেপালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে দলটি।