বড় জয়ে শীর্ষেই রইল লিভারপুল

274

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে লিভারপুল। ঘরের মাঠে ওয়ার্টফোর্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে বুধবার ম্যাচের ২০ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। ৯ ও ২০ মিনিটে দুটি গোলই করেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। দুটি গোলেই তাকে সহায়তা করেন অ্যালেক্সান্ডার-আর্নল্ড। বিরতির পর ৬৬ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন দিভোগ ওরিগি। আর ৭৯ ও ৮২ মিনিটে বাকি দুটি গোল করেন ভার্জিল ফন ডাইক। দুটিই হেড থেকে। এর একটি অ্যাসিস্ট করেন আর্নল্ড। আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে লিভারপুল গোলশূন্য ড্র করেছিল। সব মিলিয়ে আগের চার ম্যাচে খুইয়েছিল ছয় পয়েন্ট। সেই তারাই এবার এই মৌসুমে নিজেদের সবচেয়ে বড় জয় তুলে নিল। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। যা ২০১২ সালে ম্যানচেস্টার সিটির ৩৭ ম্যাচ অপরাজিত থাকার পর কোনো দলের সর্বোচ্চ। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে জয় পেতে ঘাম ছুটে গেছে। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে পেপ গার্দিওলার দল জিতেছে ১-০ গোলে। ইতিহাদ স্টেডিয়ামে ৭৬ শতাংশ বলের দখল রেখেছিল সিটি। প্রতিপক্ষের গোলমুখে সিটির খেলোয়াড়রা শট নিয়েছেন মোট ২০টি। কিন্তু ‘ডেডলোক’ ভাঙার জন্য সার্জিও আগুয়েরোর পেনাল্টি গোলের অপেক্ষা কর‍তে হয়েছে স্বাগতিকদের। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে সিটির জয়সূচক গোলটা করেন আগুয়েরো। এই মৌসুমে প্রিমিয়ার লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোল হলো ১৮টি। ২০১৬ সালের আগস্টে গার্দিওলা সিটির দায়িত্ব নেওয়ার পর আগুয়েরো লিগে ৭৪ গোলে সরাসরি সম্পৃক্ত থাকলেন (৫৯ গোল, ১৫ অ্যাসিস্ট)। এই সময়ে তার চেয়ে বেশি গোলে সরাসরি সম্পৃক্ত থেকেছেন শুধু হ্যারি কেন (৮৭)।