চুক্তি ছাড়াই শেষ হয়েছে ট্রাম্প ও উনের বৈঠক

234

 দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেন, দুই পক্ষের মধ্যে খুবই গঠনমূলক আলোচনা হয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণ ও অর্থনৈতিক ব্যাপারে কথা হয়েছ। তবে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে কোনও চুক্তি হয়নি। এর আগে ট্রাম্প এই সম্মেলন থেকে বড় ধরনের কিছু প্রত্যাশা না করার কথা ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ চুক্তির ব্যাপারে তার ‘কোন তাড়া নেই।’ তিনি বলেন, এর সুফল পেতে সময় লাগবে। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘দেশটির নিরস্ত্রীকরণের ব্যাপারে সবদিক বিবেচনা করে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কোন তাড়া নেই। আমরা সঠিক চুক্তিটিই করতে চাই।’মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে কোনও ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে।