বেলজিয়াম কোচের আস্থা সোনালী প্রজন্মে

249

বেলজিয়ামের সোনালী প্রজন্ম বলেই দলটার ওপর আস্থা অনেক কোচ রবের্তো মার্তিনেসের। তাই ফ্রান্সের বিপক্ষে প্রথম সেমিফাইনালে ‘ভয়ডর হীন’ থাকতে চায় বেলজিয়াম। শেষ আটে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে যেভাবে উড়িয়ে দিয়েছে। ঠিক একই সাহসিকতায় প্রতিবেশীদের মুখোমুখি হওয়ার কথা বললেন মার্তিনেস।
এক সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী এই কোচ বললেন, ‘এ নিয়ে কোনও সন্দেহ নেই যে এই দলটার ভয়ডরহীন থেকেই খেলতে হবে। যদি ভয়ের কাছে কাবু হয়ে ম্যাচটি খেলতে যাই, তা হলে আমরা নিজেদের ছোট করে ফেলবো।’
ভয়ের কাছে কাবু হওয়া মানে পা হড়কে পরে যাওয়া। তাই মানসিকভাবে শক্ত থাকাকেই শ্রেয় মনে করছেন বেলজিয়াম কোচ, ‘ভয় ছাড়া খেলতে পারলেই সেটা আমাদের সহায়তা করবে।’
গত বিশ্বকাপেও এই দলটাকে বলা হচ্ছিল ডার্ক হর্স। দীর্ঘদিন ধরে এক সঙ্গে খেলতে থাকা দলটির প্রতি তাই প্রত্যাশা অনেক। সেই দলটার দলীয় পারফরম্যান্সের ওপর গুরুত্ব দিচ্ছেন মার্তিনেস, ‘এখানে কিন্তু দুটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথম দিনেই আপনাকে পুরো দল হয়ে খেলতে হবে। আমার মনে হয় চ্যাম্পিয়ন হতে হলে দলীয় নৈপুণ্য প্রয়োজন। তারপর সবার স্বার্থকে এক সঙ্গে মিলিয়ে এগিয়ে যাওয়া সম্ভব।’
এই দলটির প্রতিটি পজিশনে আছে তারকা সমৃদ্ধি খেলোয়াড়। অনেক অভিজ্ঞ এই দল। তাই বেলজিয়ামের এই দলটির খেলোয়াড়দের বলা হচ্ছে সোনালী প্রজন্ম। সেই সোনালী প্রজন্ম কতটুকু কার্যসিদ্ধি করতে পারবে এমন প্রশ্নে কোচের জবাব, ‘সবাইকে বুঝতে হবে বেলজিয়াম এমন একটি দেশ যার জনসংখ্যা ১.১ কোটি। সেখান থেকে বর্তমান প্রজন্মের ফুটবলারদের জন্ম কোনও দ্র্ঘুটনা নয়। বেলজিয়ামের ফুটবল অবকাঠামোর এটাই পরিষ্কার চিত্র। বেলজিয়াম তাদের তরুণ প্রতিভার বিকাশে প্রতিজ্ঞাবদ্ধ। ইতোমধ্যে এই বিশ্বকাপটা আমাদের মঞ্চ। যেটা অর্জন করা সম্ভব এই নতুন প্রজন্মের মাধ্যমে।’
প্রথম সেমিফাইনাল হবে কাল মঙ্গলবার। সেন্ট পিটার্স বার্গে রাত ১২টায় মুখোমুখি হবে ফ্রান্স ও বেলজিয়াম।