বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা

232

মায়ের দুধ পান, সুস্থ জীবনের বুনিয়াদ-এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ^ মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ-উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে সিভিল সার্জন কার্যালয়। সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। পরে সদর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নাদিম সরকার। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আবুল কাশেম, হাড়-জোড় বিশেষজ্ঞ ডা. হাসান জামিল, নার্স সুপারভাইজার মরিয়ম খাতুনসহ অন্যান্যরা। বক্তারা বলেন-শিশু জন্মগ্রহণের পর ৬ মাস পর্যন্ত শুধু মায়ের দুধ পান করাতে হবে। ৬ মাস পার হলে অন্যান্য খাবার খাওয়াতে হবে।