বিশ্বকাপ উপলক্ষে বিমান ভাড়া কমাচ্ছে কাতার

141

বিশ্বকাপ আয়োজন সফল করতে প্রায় সব ধরনের ব্যাবস্থাই গ্রহন করছে কাতার। সব সমালোচনারই জবাব দিয়ে সমাধানের পথ বের করছে তারা। তারই ধারাবাহিকতায় এবার বিমানের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।  বিশ্বকাপ উপলক্ষে বিমানের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত ও গালফ ক্যারিয়ারস বিমান কর্তৃপক্ষ। বিমানের ভাড়া কমানোর পাশাপাশি ফ্লাইটের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী ২০ নভেম্বরের দুবাই থেকে দোহার বিমান ভাড়া এখন ১৭০০ দিরহামের কিছু বেশি ধরা হয়েছে। যা বর্তমানে প্রায় ২২০০ দিরহামের কাছাকাছি। এছাড়া আবুধাবি থেকে দোহা যেতে বিমানে গুনতে হবে ১ হাজার থেকে ৬ হাজার দিরহাম। রিয়াদ ও জেদ্দা থেকে বিমান ভাড়া পড়বে ১৪০০ দিরহামের কাছাকাছি। আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে এমনটাই।