গোমস্তাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

179

গোমস্তাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টর উপজেলা পর্যায়ের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে আহম্মদী বেগম (এবি) সরকারী উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা বালিকা পর্যায়ের খেলায় দেওপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয বনাম ভিটাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। দ্বিতীয় খেলায় বঙ্গবন্ধু বালক পর্যায়ের রহনপুর ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠিত প্রথম বালিকা পর্যায়ের খেলায় দেওপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ভিটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। দেওপুরা দলের সাবন্তী টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন একইদলের মন্দিরা।

অপর বালক পর্যায়ের খেলায় রহনপুর ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৫-৪ গোলে রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রায়হান। খেলা শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা ও সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ ও সহকারী শিক্ষা কর্মকর্তা বাবুল আকতার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির বিশ্বাস, ক্রীড়ানুরাগী আফতাব উদ্দিন লালান সহ অনেকে। উল্লেখ্য গত ৫ জুন থেকে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ইউনিয়ন পর্যায়ে শুরু হয়ে উপজেলা পর্যায়ে এসে শেষ হলো।