বিশ্বকাপের টিকেট পেল ইরান

325

স্বাগতিকদের বাইরে দ্বিতীয় দল হিসেবে রাশিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ইরান। বাছাইপর্বে সোমবার নিজেদের মাঠে উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ২০১৮ বিশ্বকাপের টিকেট পায় ইরান। গোল দুটি করেন সর্দার আজমুন ও মেহদি তারেমি। প্রথম দল হিসেবে আগামি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এই প্রথম টানা দুবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইরান। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে এশিয়ার ফুটবল পরাশক্তিরা।
উজবেকিস্তানের বিপক্ষে জয়ের পর আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে ইরান। তৃতীয় স্থানে থাকা উজবেকিস্তানের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে তারা। এক ম্যাচ কম খেলা দক্ষিণ কোরিয়া ১৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। এশিয়া অঞ্চলের বাছাইপর্বে দুটি গ্রুপের প্রথম দুই দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে। আর তৃতীয় হওয়া দল দুটি খেলবে প্লে-অফ।