বিশেষ কায়দায় ফেনসিডিল বহন : শিবগঞ্জে র‌্যাবকে ফাঁকি দিতে পারল না পাচারকারী

89

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশেষ কায়দায় ফেনসিডিল বহন করলেও শেষ পর্যন্ত র‌্যাবকে ফাঁকি দিতে পারেনি মো. শুকুদ্দি (২৬)। রবিবার বেলা সোয়া ২টার দিকে ১০৫ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার শুকুদ্দি জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি বিশ্বাসটোলা গ্রামের মো. সাদিকুল ইসলামের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল রবিবার জেলার শিবগঞ্জ পৌরসভার দাউনজাগির গ্রামে নার্সারি মোড়ে পাকা রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালে বেলা সোয়া ২টার দিকে একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেয়া হয়। কিন্তু সংকেত অমান্য করে যাওয়ার সময় মোটরসাইকেল রাস্তার ওপর পড়ে যায় এবং চালক শুকুদ্দি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও বডিতে বিশেষ কায়দায় রাখা ১০৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।