বিল গেটসকে অনুপ্রেরণা দিয়েছে অক্ষয়ের ‘টয়লেট’!

235

স্বচ্ছ ভারত অভিযানকে কেন্দ্র করে এই বছর বলিউডে নির্মিত হয় ‘টয়লেট এক প্রেম কথা’। অক্ষয় কুমার ও ভূমি পেদনেকর অভিনীত ছবিটি নাকি অনুপ্রাণিত করেছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসকে। জানা গেছে, এ বছর যেসব বিষয় তাকে অনুপ্রাণিত করেছে, তার মধ্যে অক্ষয় কুমার অভিনীত এই ছবির নাম রয়েছে।
মঙ্গলবার বেশ কয়েকটি টুইট করে ২০১৭ সালটা তার কেমন কাটলো, তা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। গতকাল টুইটারে তিনি লিখেছেন, ‘অস্বীকার করা যায় না যে ২০১৭ সাল কঠিন বছর ছিল। তবে এর মাঝেও বছরটা কিছু বিস্ময়কর আশা ও অগ্রগতি দিয়েছে।’
এরপরই তাকে অনুপ্রাণিত করেছে এমন কিছু বিষয় টুইট করেন তিনি। তার অনুপ্রেরণার তালিকায় ‘টয়লেট এক প্রেম কথা’ ছিল দ্বিতীয় নম্বরে। বিল গেটস ‘টয়লেট এক প্রেম কথা’ সম্পর্কে বলেন, ‘এক নবদম্পতির প্রেম নিয়ে বলিউড ছবিটি দর্শককে ভারতের শৌচ ব্যবস্থা সম্পর্কে শিক্ষিত করছে।’
চলতি বছরের আগস্টে মুক্তি পেয়েছিল অক্ষয়ের ‘টয়লেট এক প্রেম কথা’। বছরের অন্যতম হিট সিনেমা ছিল এটি। ছবিটি ১০০ কোটির ব্যবসাও করেছে। শুধু তাই নয়, শৌচ ব্যবস্থা নিয়ে ছবি করায় অক্ষয় কুমারের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে বিল গেটসের সে টুইটটি ইতোমধ্যে রিটুইটও করেছেন উচ্ছ্বসিত অক্ষয়। আগামি ২৬ জানুয়ারি মুক্তি পাবে এই অভিনেতার আরেকটি সামাজিক বার্তা দেওয়া সিনেমা ‘প্যাডম্যান’। সূত্র: ডেকান ক্রনিকল