প্রথমবারের মতো চলচ্চিত্রে জিতু আহ্সান

230

জিতু আহ্সান তার অভিনয়ের স্বাতন্ত্র্যের কারণে দর্শকের প্রিয় একজন অভিনেতা। দীর্ঘদিন ধরে ছোট পর্দায় অভিনয় করলেও তাকে চলচ্চিত্রে অভিনয়ে দেখা যায়নি। এপার ও ওপার-দুই বাংলা থেকেই জিতু আহ্সান চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। কিন্তু তিনি অপেক্ষায় ছিলেন নিজের মনের মতো একটি চরিত্রে অভিনয় করার। সেই মনের মতো চরিত্রটিই হচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’-এর হানিফ শিকদার। এটি চলচ্চিত্রটির একটি নেগেটিভ চরিত্র।
আর এতে বেশ আগ্রহ নিয়েই অভিনয় করেছেন জিতু আহ্সান। এ প্রসঙ্গে তিনি বলেন, সৌদ ভাই যখন চলচ্চিত্রটির গল্প লেখা শুরু করেছিলেন তখনই আমাকে তিনি বলেছিলেন যে, জিতু আমি আমার প্রথম চলচ্চিত্রের স্ক্রিপ্ট লেখা শুরু করেছি। আপনাকে ভেবে একটি চরিত্র লিখছি আমি। যদি লেখাটা শেষ করার পর মনে হয় আপনাকে স্ক্রিপ্টটা পাঠানো যায়, তাহলে কী আমি পাঠাবো? আমি বলেছিলাম অবশ্যই, কেন নয়। এরপর তিনি স্ক্রিপ্ট পাঠালেন। আমি পুরোটা স্ক্রিপ্ট পড়লাম এবং হানিফ শিকদার চরিত্রটিতে অভিনয় করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিলাম। আমার কিন্তু একবারের জন্যও এমনটা মনে আসেনি, আহারে হিরোর চরিত্রটিতে যদি অভিনয় করতে পারতাম! পরে আমি মন থেকে হানিফ শিকদারের চরিত্রে অভিনয় করেছি। কেমন করেছি সেটা দর্শকই বলতে পারবেন। বদরুল আনাম সৌদ বলেন, হানিফ শিকদারের চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য জিতু আহ্সানের চোখ দুটো আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, পাশাপাশি জিতু খুউব ভালো একজন অভিনেতা। সে কারণে তাকে নিয়ে কাজটি করা। উল্লেখ্য, আগামি ২৯শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ চলচ্চিত্রটি। এতে জিতুর বিপরীতে আছেন রুনা খান।