বিজিবির পৃথক অভিযান : শিবগঞ্জে জব্দ গাঁজার গাছ ও ফেনসিডিল

150

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে গাঁজার গাছ ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। অভিযান দুটি চালান ৫৯ বিজিবির সোনামসজিদ ও শিয়ালমারা বিওপির সদস্যরা। অভিযানে একটি গাঁজার গাছ ও ৪৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৫-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঘবাড়ী এলাকায় গাজার চাষ হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নিজস্ব তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে মো. শফিকুল ইসলামের বসতবাড়ির ভেতরের আঙিনা হতে ৯ কেজি ওজনের একটি গাঁজার গাছ জব্দ করা হয়। অভিযানকালে শফিকুল ইসলাম পালিয়ে যায়। আটককৃত গাঁজার গাছসহ পলাতকের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
অপর অভিযানটি চালানো হয় বুধবার ভোর পৌনে ৬টায়। শিয়ালমারা বিওপির নায়েব সুবেদার মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৬/৪-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা কমিউনিটি ক্লিনিকের পূর্ব পাশে শিয়ালমারা গ্রাম নামক স্থান হতে মালিকবিহীন ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ফেনসিডিলের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।