বিএমইটি ব্যাডমিন্টন টুর্ণামেন্টে টিটিসিকে হারিয়ে চ্যাম্পিয়ন গণপূর্ত বিভাগ

98

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আজ রাতে চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি। ফাইনাল খেলায় আয়োজক দল চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব এএসএম ফজলুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিনের সভাপতিত্বে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এএম ইফতেখার মজিদ, উপ-বিভাগীয় প্রকৌশলী রাকিবুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী রেজওয়ানা করিম। ফাইনাল খেলায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ টিটিসির বিভিন্ন ট্রেডের শিক্ষকবৃন্দসহ অন্যান্যরা। পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ। নকআউট পর্বের খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করেন। গত ১৫ ফেব্রুয়ারী টুর্ণামেন্ট শুরু হয়।