বায়ার্ন ফ্র্যাঙ্কফুর্টকে ‘অবমূল্যায়ন’ করে বিধ্বস্ত

48

জার্মান বুন্দেসলিগা পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ। টানা ছয় জয়ে উড়তে থাকা বাভারিয়ানদের আতিথ্য দেয়ার আগে তিন ম্যাচ জয়হীন ছিল টেবিলের আটে থাকা ফ্র্যাঙ্কফুর্ট। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকায় দুর্দশাগ্রস্ত ফ্র্যাঙ্কফুর্টকে ততোটাও গুরুত্ব দেয়নি বায়ার্ন। এমনই দাবি কোচ টমাস টুখেলের। আন্তর্জাতিক ফুটবলের ‘পাওয়া হাউজ’ বলা হয় জার্মানিকে। আর ক্লাব ফুটবলে একই তকমা জুড়ে গেছে বায়ার্ন মিউনিখের নামের সঙ্গে। প্রায়ই একচেটিয়া পারফরম্যান্সে বড় ব্যবধানের জয় তুলে নেয় বাভারিয়ানরা। তবে ‘বিগ শো’ দেখানো বায়ার্নই এবার বিধ্বস্ত হলো এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের মাঠে। শনিবার ব্যাঙ্ক পার্ক স্টেডিয়ামে ফ্র্যাঙ্কফুর্টের কাছে ৫-১ গোলে হারে মিউনিখের ক্লাবটি। ম্যাচ শেষে বায়ার্ন কোচ টমাস টুখেল বলেন, প্রতিপক্ষকে অবহেলা করাতেই বড় হার দেখেছে তার দল। আমরা প্রতিপক্ষের (ফ্র্যাঙ্কফুর্ট) মাঠের বিপদকে অবমূল্যায়ন করেছিলাম। ঘরের মাঠে ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় ফ্র্যাঙ্কফুর্ট। গোলটি করেন মিশরীয় উইঙ্গার ওমর মারমোশ। ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্র্যাঙ্কফুর্টের ফরাসি মিডফিল্ডার এরিক জুনিয়র দিনা এবিম্বে। ৩৬তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ফ্র্যাঙ্কফুর্টের সুইডিশ মিডফিল্ডার হুগো লারসন। ৪৪তম মিনিটে জশুয়া কিমিচের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় বায়ার্ন। তবে বিরতির পর ৫০তম মিনিটে এবিম্বের দ্বিতীয় গোলে ফের ব্যবধান বাড়ায় ফ্র্যাঙ্কফুর্ট। আর ৬০তম মিনিটে ৫-১ গোলের জয় নিশ্চিত করেন ফ্র্যাঙ্কফুর্টের জার্মান মিডফিল্ডার আন্সগা ক্লওফ। ম্যাচের শুরুতেই আমরা খেই হারিয়ে ফেলি। যদিও আমি আমার দলকে নিয়ে আত্মবিশ্বাসী। আগামী ১২ই ডিসেম্বর উয়েফা চ্যাম্পিয়নস লীগের ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের আতিথ্য নেবে বায়ার্ন মিউনিখ। সেই ম্যাচে প্রত্যাবর্তনের প্রত্যয় জানিয়ে মিউনিখ কোচ টুখেল বলেন, ‘এখন বাজে কথা বলে লাভ নেই। মঙ্গলবারই নতুন যাত্রা শুরু হবে আমাদের, ওল্ড ট্রাফোর্ডে। আমাদের সেই ম্যাচে প্রত্যাবর্তন করতে হবে।’ ১৩ ম্যাচে ১০ জয় ও ২ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে জার্মান বুন্দেসলিগা টেবিলের দুইয়ে বায়ার্ন মিউনিখ। ২১ পয়েন্ট নিয়ে সাতে উঠে এসেছে এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট। শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের পয়েন্ট ৩৫।