বাদ মোসাদ্দেক, দলে ফিরলেন মুমিনুল

440

প্রথমবারের মত টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। তবে বাইরে থাকতে হলো না একদিনের বেশি। আবার দলে ঢুকলেন মুমিনুল হক। মুমিনুলকে ফেরার পথ তৈরি করে দিয়েছে মোসাদ্দেক হোসেনের চোখের সমস্যা। চোখের কর্নিয়ার সমস্যায় ছিটকে গেছেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য শনিবার ঘোষিত ১৪ জনের স্কোয়াডে ছিলেন না মুমিনুল। বিতর্কিত এই সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে তুমুল প্রশ্নের মুখে পড়েন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ও অন্যতম নির্বাচক ও কোচ চন্দিকা হাথুরুসিংহে। রোববার বিকেলে বিসিবি প্রধান নাজমুল হাসান জানালেন, মোসাদ্দেকের জায়গায় আবার নেওয়া হয়েছে মুমিনুলকে। চোখের কর্নিয়ার এই ইনফেকশন ভালোই ভোগাচ্ছে মোসাদ্দেককে। চট্টগ্রামে দলের প্রস্তুতি ক্যাম্পেও থাকতে পারেনি এই সমস্যার কারণে। সাধারণত তিন সপ্তাহেই ভালো হয়ে যায় এটি। মোসাদ্দেকের তিন সপ্তাহ পেরিয়ে গেছে। তবে সময় নিচ্ছে আরও বেশি। গত বৃহস্পতিবার মিরপুর সেন্টার উইকেটে ম্যাচ পরিস্থিতির মতো করে অনুশীলনে ছিলেন মোসাদ্দেক। ব্যাটিংও করেছেন। তবে ফিল্ডিংয়ের সময় ভীষণ জ¦ালা অনুভব করেন চোখে। পরে শুক্রবার অনুশীলনে থাকলেও মাঠে নামেননি তিনি। তার সমস্যাটি মূলত রোদে। ইনডোরে অনুশীলনে সমস্যা খুব বেশি নেই। বাইরে ছায়াতে থাকলেও অসুবিধা নেই। তবে চোখে রোদ লাগলে ভবিষ্যতের জন্যও ক্ষতিকর হতে পারে। তিন সপ্তাহ পেরিয়ে গেলে এই ধরণের সমস্যা কতদিনে ঠিক হতে পারে, সেটি নিশ্চিত করে বলা মুশকিল। রোববার রাতে ধানম-ির একটি চোখের ক্লিনিকে আরেক দফা পরীক্ষা হওয়ার কথা মোসাদ্দেকের। দেশের সবশেষ টেস্টে অভিষিক্ত মোসাদ্দেক ৭৫ রান করে অবদান রেখেছিলেন দলের জয়ে। খেলতে পারছেন না পরের টেস্টই। তার দুর্ভাগ্যই সৌভাগ্য বয়ে আনল মুমিনুলের জন্য।