বাংলাদেশ কমিউনিটি রেডিও এ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি আন্না মিনহাজ সাধারণ সম্পাদক সদ তারিকুল ইসলাম

102

বাংলাদেশ কমিউনিটি রেডিও এ্যাসোসিয়েশন বিসিআরএ-এর পরিকল্পনা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গাইবান্ধা জেলা এস কেএস ইন্-এ দেশের ১৮টি কমিউনিটি রেডিও’র চেয়ারম্যান, নির্বাহী প্রধান, নির্বাহী পরিচালক ও মনোনিত প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রেডিও সারাবেলার চেয়ারম্যান ও এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটনের সভাপতিত্বে সভায় এ্যাসোসিয়েশনের নয় সদস্য বিশিষ্ট্য নির্বাহী পরিষদ গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রাকের পরিচালক ও রেডিও পল্লী কন্ঠের চেয়ারম্যান আন্না মিনহাজ, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেডিও নাফ ও একলাব’র নির্বাহি প্রধান সৈয়দ তারিকুল ইসলাম। এছাড়া সহ-সভপাতি নির্বাচিত হয়েছেন রেডিও সাগর দ্বীপের নির্বাহী পরিচালক রফিকুল আলম ও ট্রেজারার নির্বাচিত হয়েছেন রেডিও বিক্রমপুরের চেয়ারম্যান আরিফ শিকদার। পরিষদের কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, রেডিও পদ্মার জিএম মর্তুজা, রেডিও সারাবেলার চেয়ারম্যান রাসেল আহম্মেদ লিটন, বরেন্দ্র রেডিও’র চেয়ারম্যান সোহেল আহম্মেদ, রেডিও চিলমারির ফোকাল পার্সন সাবরিনা সারমিন ও রেডিও সাগর গিরির আরিফুর রহমান। উল্লেখ্য, রেডিও মহানন্দার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে সেখানে অংশগ্রহণ করেন রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম। পরে কমিউনিটি রেডিওগুলোকে সাবলম্বি করতে চলতি বছরের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন এ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি আন্না মিনহাজ।