বাংলাদেশের হাতে সেমির টিকিট

431

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের টিকিট হাতে পেয়েছে বাংলাদেশ। শনিবার ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ জয় পেয়েছে স্বাগতিক ইংলিশরা, বিদায় ঘণ্টা বেজেছে অস্ট্রেলিয়ানদের। সেই সুবাদে গ্রুপ ‘এ’ থেকে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশও চেপেছে সেমিফাইনালের ট্রেনে। শুক্রবার সাকিব-মাহমুদউল্লাহর অভাবনীয় ব্যাটিং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে এনে দিয়েছিল অতুলনীয় এক জয়। বাংলাদেশ ম্যাচ জিতেছিল ৫ উইকেটে। ফলে আসর থেকে বিদায় ঘণ্টা বেজে যায় নিউজিল্যান্ডের, ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অপেক্ষায় থাকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের ফল জানার। শনিবার বাংলাদেশের সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছে ইংল্যান্ডের জয়ে। এজবাস্টনে টস হেরে আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া। শুরুর দিকে বড় সংগ্রহের আভাস দিলেও শেষ পর্যন্ত ইংলিশ বোলাররা অস্ট্রেলিয়ার ‘রানঘোড়া’র লাগাম টেনে ধরে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান তুলতে পারে স্টিভেন স্মিথের দল। জয়ের জন্য ২৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ম্যাচ জয়ের সম্ভবনা উজ্জ¦ল হয়ে ওঠে ম্যাচের ওই মুহূর্তটায়। অন্যদিকে, বাংলাদেশি ভক্তদের মনে জমে শঙ্কার ঘনকালো মেঘ। কারণ, অস্ট্রেলিয়া জিতলে যে বাংলাদেশের সেমিফাইনাল খেলা হবে না শেষ পর্যন্ত অবশ্য সেই মেঘ কেটে গেছে ইংলিশ দলপতি ইয়ন মরগান ও অলরাউন্ডার বেন স্টোকসের কল্যাণে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার ম্যাচ মানেই যেন বৃষ্টির বাগড়া দেওয়া নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ানরা পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়েছিল বৃষ্টির কারণে। একইভাবে বাংলাদেশের বিপক্ষেও অস্ট্রেলিয়ার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। শনিবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে দুদফা বৃষ্টি হানা দিয়েছে। তাতে করে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের জয়ের টার্গেট দাঁড়ায় ৪০ ওভারে ২১০ রান। কিন্তু দ্বিতীয় দফায় বৃষ্টি যখন হানা দেয় ততক্ষণে ইংলিশরা ৪০২ ওভার ব্যাটিং করে ফেলেছে। মরগান ও স্টোকসের ব্যাটিং কল্যাণে তাদের সংগ্রহ ছিল তখন ৪ উইকেট হারিয়ে ২৪০ রান। ব্যক্তিগত ৮৭ রান করে আউট হয়ে গিয়েছিলেন মরগান। তবে স্টোসক তখন ব্যক্তিগত ১০২ রান নিয়ে ব্যাটিংয়ে। এই অবস্থায় ডি/এল মেথডে ইংল্যান্ডকে ৪০ রানে জয়ী ঘোষণা করা হয়। ফলে আসর থেকে বিদায় নেয় অস্ট্রেলিয়া। অন্যদিকে, অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে পা রাখা ইংলিশরা বাংলাদেশকেও তাদের সেমির সঙ্গী করে নেয়।সেমিফাইনালে ইংল্যান্ড এবং বাংলাদেশের প্রতিপক্ষ হবে কোন দুটি দল তা এখনই বলা সম্ভব হচ্ছে না অবশ্য। সেই দুটি দলের নাম জানতে অপেক্ষা করতে হবে গ্রুপ ‘বি’র ভারত ও দক্ষিণ আফ্রিকা (১১ জুন) এবং শ্রীলঙ্কা-পাকিস্তান (১২ জুন) ম্যাচ দুটি শেষ না হওয়া পর্যন্ত। বি-গ্রুপের দলগুলোর বর্তমানে যে অবস্থা তাতে করে প্রতিটি দলের সামনেই রয়েছে সেমিফাইনালে খেলার টিকিট হাতে নেওয়ার সুযোগ। এই গ্রুপে প্রতিটি দলের সংগ্রহ ২ ম্যাচে ২ পয়েন্ট।