বাংলাদেশি উইকেট কিপারের দিকে কিংস ইলেভেন পাঞ্জাবের নজর

262

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম শক্তিশালী দল কিংস ইলেভেন পাঞ্জাব। তবে দলটিতে নিয়মিত কোন উইকেট কিপার-ব্যাটসম্যান নেই। যার প্রভাব গত আসরেও পড়েছে দলের উপর। আগামী আসরে এই সমস্যার সমাধান চায় ফ্রাঞ্চাইজিটি। আর এক্ষেত্রে উঠে এসেছে টাইগার উইকেট কিপার-ব্যাটসম্যান লিটন দাসের নাম। এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যম ‘ক্রিকট্রাকার’ লিখেছে, কিংস ইলেভেন পাঞ্জাবে নিয়মিত কোন উইকেট কিপার-ব্যাটসম্যান নেই। যার প্রভাব গত আসরেও পড়েছে দলের উপর। যার জন্য বিকল্প ভাবতে হচ্ছে এই ফ্রাঞ্চাইজিকে। তারা আরও বলছে, এমন অবস্থায় এগিয়ে আছে বাংলাদেশ জাতীয় দলের উইকেট কিপার-ব্যাটসম্যান লিটন দাসের কথা। লিটন দাস হয়তো এতটা আগ্রাসী খেলতে পারবে না তবে সে ধারাবাহিক খেলা দেখাতে পারবে। উইকেট কিপার হিসেবেও সে মান সম্মত। শুধু পাঞ্জাবই নয়, তিনটি ফ্র্যাঞ্চাইজি থেকে লিটনের চাহিদার খবর জানা গেছে।