ফিরছেন হাথুরু জানালো বিসিবি

13

ছুটিতে আছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরই মধ্যে গুঞ্জন ওঠে বাংলাদেশে আর ফিরছেন না তিনি। পরে জানা যায় খবরটি ভুয়া। ছুটি কাঁটিয়ে লঙ্কান এই কোচ কবে বাংলাদেশে ফিরবেন তা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবিক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুর ফেরা প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আমাদের প্রধান কোচ আসবেন ২১ তারিখ রাত্রে বেলা, বেশিরভাগ কোচ ২২-২৩ তারিখের মধ্যে অ্যাভেইলেবল। ইতিমধ্যে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এখানে আছেন। জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের আসার কথা। আশা করি জিম্বাবুয়ে সিরিজের আগেই চলে আসবেন। বাকি যারা আছে তারাও ২৩ এপ্রিলের আগে চলে আসবে।’

এদিকে নতুন স্পিন কোচ মুশতাক আহমেদকে নিয়ে বিসিবি পরিচালক আরও বলেন, ‘মুশতাক আহমেদ থাকা অবস্থায় দেশের আনাচে-কানাচে যদি ভালো লেগ স্পিনার থাকে এবং যারা এক্সপোজার পায়নি, তাদের জন্য ট্যালেন্ট হান্ট (স্পিনার হান্ট) করতে পারি সেটা ক্রিকেটের জন্য ভালো হবে, লেগ স্পিনের ভবিষ্যতের জন্য ভালো হবে।’