ফারুকীর শনিবারের বিকেল, নায়িকা তিশা

317

‘ডুব’ নির্মাণের শুরু থেকে আলোচনায় খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের অভিযোগের প্রেক্ষিতে সেন্সরবোর্ডে আটকে রেখেছিল সিনেমাটির মুক্তি। অবশেষে বাংলাদেশ ও ভারতে ছবিটি মুক্তি যাচ্ছে আগামি ২৭ অক্টোবর।
ডুবের রেশ এখনো শেষ হয়নি, চলছে প্রচারণা পর্বের কাজ। এরমধ্যে নতুন ছবির ঘোষণা দিলেন মোস্তফা সরোয়ার ফারুকী। নতুন ছবির নাম ‘শনিবারের বিকেল’। নায়িকা হিসেবে থাকছেন তারই স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।
গতকাল মঙ্গলবার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাসে বলেন, ডিসেম্বরে শুরু হবে আমার পরিচালিত নতুন ছবি ‘সাটার ডে আফটারনুন’ যার বাংলায় ট্যাগলাইন ‘শনিবারের বিকেল’।
তিনি আরো জানান, বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই ছবিতে জাজ মাল্টিমিডিয়া আর কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ‘ছবিয়াল’ থাকছে প্রযোজকের দায়িত্বে। এ ছাড়া সহ-প্রযোজক হিসেবে থাকছেন জার্মান প্রযোজক আনা কাচকোকে।
‘শনিবারের বিকেল’ ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে থাকবেন মাত্র ছাব্বিশ বছর বয়সে বার্লিনে সিলভার বিয়ার জেতা আজিজ জাম্বাকিয়েভ। ছবির অভিনয়শিল্পীদের মধ্যে থাকবেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা। অভিনয়ের জন্য আরও কথা চলছে ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানির সঙ্গে। এ ছবির শুটিং শুরু হবে আগামি ডিসেম্বরে।