জেলায় বিপুল পরিমাণ মাদকসহ ২ জন আটক

428

জেলা শহরের মাষ্টারপাড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম মনির নামে ১ জনকে আটক করা হয়েছে। মনির চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবু আবদুল্লাহ জাহিদ জানান, মাদক বিক্রির জন্য নিয়ে যাবার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আরামবাগ-পিটিআই মাষ্টারপাড়া এলাকায় সড়কের উপর অভিযান চালানো হয়। এ সময় অভিনব কায়দায় ঔষধের দোকানের মোড়কের মধ্যে রাখা ১ হাজার পিস ইয়াবাসহ মনিরকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান উপপরিদর্শক জাহিদ। এদিকে, নাচোলে ১১পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সিন্ডিকেটের ১ সদস্যকে পুলিশ আটক করেছে। আকট ব্যক্তি নাচোল পৌরসভার ৮নং ওয়ার্ডের সুখানদিঘী মহল্লার আব্দুল জাব্বার ধুলুর ছেলে মাসুদ রানা। পুলিশসূত্রে জানাগেছে, গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকায় ওৎপেতে থাকা পুলিশের একটি দল মাসুদকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে। পরে মাসুদের দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় কোমরে লুকিয়ে রাখা ১১পিস ইয়বা ট্যাবলেটসহ মাসুদকে আটক করা হয়। এ ব্যাপারে নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ নঘটনার সত্যতা নিশ্টিত করে বলেন, আমদানি ও বিক্রয় নিষিদ্ধ মাদক বহনের দায়ে মাসুদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।