ফারজানা-রুমানার রেকর্ডের দিনে হারল বাংলাদেশ

134

বাংলাদেশের প্রথম নারী ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে একা হাজার রানের মাইলফলক অর্জন করছেন ফারজানা হক। একই ম্যাচে বাংলাদেশের প্রথম নারী বোলার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৫০টি উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন রুমানা আহমেদ। আজ সকালে রেকর্ড এই ম্যাচটি অনুষ্ঠিত হয় ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে। চলতি নারী বিশ্বকাপে নিজেদের শেষ লিগ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। তারা প্রথম ৬ ম্যাচ জিতে আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেও শেষ ম্যাচে শক্তিশালী দল নিয়েই মাঠে নামে। উল্লেখযোগ্য বিষয় হল, এদিনই ৩০ বছরে পা দেন ল্যানিং। নিজের জন্মদিনে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন শূন্য রানে আউট হন। এদিকে, বৃষ্টির জন্য ৫০ ওভারের ম্যাচে কমে দাঁড়ায় ৪৩ ওভার প্রতি ইনিংসে। টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। বাংলাদেশ নির্ধারিত ৪৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া একসময় ৪১ রানে ৪ উইকেট হারিয়ে বসে। শেষ পর্যন্ত ৩২ ওভার ১ বলে ৫ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৬ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।