প্রয়াসের উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

179

চাঁপাইনবাবগঞ্জে উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে ডায়াবেটিস ও গাইনি রোগ বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের চতুর্থ সাধারণ স্বাস্থ্য ক্যাম্পের অংশ হিসেবে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এ উপলক্ষে আজ নাচোল উপজেলার নেজামপুরে অবস্থিত ইউনিট ২২-এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রয়াসের প্রোগ্রাম ম্যানেজার ফারুক আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার (ট্রেনিং) আব্দুস সালাম, ইউনিট ব্যবস্থাপক আরিফুল ইসলাম, সমৃদ্ধি-৩ এর কর্মসূচি সমন্বয়কারী আব্দুল হালিমসহ ডায়াবেটিস ও গাইনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ইউনিট-২২ এর সমৃদ্ধি-৩ কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় প্রতি অর্থবছরে বিনামূল্যে ৪টি সাধারণ স্বাস্থ্য ক্যাম্প বাস্তবায়ন করে আসছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এরই ধারাবাহিকতায় চলতি অর্থবছরের চতুর্থ সাধারণ স্বাস্থ্য ক্যাম্প ডায়াবেটিস ও গাইনি রোগ বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। স্বাস্থ্য ক্যাম্পে ওজন, বিপি ও উচ্চতা পরিমাপ করা হয় এবং ১৯৩ জন রোগীর চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন রাজশাহী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা সালাহউদ্দিন বিশ্বাসসহ সংস্থাটির স্বাস্থ্য পরিদর্শকরা।