নেজামপুরে প্রয়াসের বিশেষ সহায়তা প্রদান

198

নাচোল উপজেলার নেজামপুরে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রবীণদের মাঝে নিয়মিত বয়স্ক ভাতা ও বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-২২, নেজামপুর অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসারের প্রতিনিধি এসআই নুরুন্নবী, প্রয়াসের সিনিয়র ম্যানেজার (এম এন্ড ই/আইটি) আফিফ উল মিনহাজ, ইউনিট ব্যবস্থাপক আরিফুল ইসলাম, ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’র সমৃদ্ধি-৩ এর সমন্বয়কারী আব্দুল হালিম, প্রয়াসের প্রবীণ প্রোগ্রাম অরগানাইজার ফসিউল ইসলাম ও সমাজ উন্নয়ন কর্মকর্তা তৌহিদুল ইসলামসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নেজামপুরের ইউনিট-২২, সমৃদ্ধি-৩ কর্মসূচির প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১০০ জনকে নিয়মিত বয়স্ক ভাতা ও বিশেষ সহায়তা হিসেবে ১ জনকে শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা, ২ জনকে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা, ২ জনকে হুইল চেয়ার, ২০ জনকে ১টি করে ছাতা ও ২০ জনকে ১টি করে কমোড চেয়ার প্রদান করা হয়। তাদের মধ্যে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মোহা. রইসুদ্দীনের ছেলে মোহা. কাজেম আলীকে শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা প্রদান করা হয়। নেজামপুর ইউনিয়নের ২ জনকে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও নেজামপুরের একই ইউনিয়নের ২জনকে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া বিশেষ সহায়তা হিসেবে ৪জনকে স্যানেটারি পায়খানা তৈরির যাবতীয় উপকরণ প্রদান করা হয়। এ কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে ১০০ জনকে স্বাস্থ্যসম্মত স্যানিটারী ল্যাট্রিন তৈরির জন্য উপকরণ প্রদান করা হয়।