প্রসেনজিৎ উত্তরবঙ্গে ফিল্মসিটি চান

266

উত্তরবঙ্গে ফিল্মসিটি তৈরি হোক, শিলিগুড়িতে হলে আরও ভাল। বইমেলার মঞ্চ থেকে আবার ফিল্মসিটি তৈরি কারার দাবি জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গ বইমেলার উদ্বোধন করতে মঙ্গলবার শিলিগুড়িতে এসেছিলেন তিনি।
প্রসেনজিৎ দীর্ঘ দিন ধরেই রাজ্যে ফিল্মসিটি নির্মাণের দাবি জানিয়ে আসছেন। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা চত্বরের মঞ্চ থেকে নিজেই এ কথা জানান প্রায় চারশো ছবির অভিনেতা।
প্রসেনজিৎ বলেন, ‘‘আমি অন্তত ২০ বছর ধরে ফিল্মসিটির দাবি জানিয়ে এসেছি। আবার বলছি। রাজ্যে যদি কোথাও ফিল্মসিটি তৈরি করতে হয়। তা উত্তরবঙ্গেই হওয়া উচিত। শিলিগুড়িতে হলে খুব ভাল।’’
এ সময় বইমেলার মঞ্চে ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেবও। শিলিগুড়ির কাওয়াখালিতে ফিল্মসিটি তৈরির প্রস্তাব নিয়ে মন্ত্রী গৌতমবাবুও এক সময়ে উদ্যোগী হয়েছিলেন। তারপরে বিষয়টি খুব একটা এগোয়নি। অনুষ্ঠান শেষে গৌতমবাবু জানিয়েছে, শীঘ্রই তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রস্তাব পাঠাবেন।
শুটিংয়ে শুভর ব্যস্ত সময়ঢাকাই সিনেমায় হিরো’র বড়ই অভাব। হাতেগোনা কয়েকজন হিরো নিয়ে চলছে ঢালিউড। তবে আশার কথা হচ্ছে তরুণদের মধ্যে অনেকেই প্রবেশ করেছেন রঙিন বড় পর্দায়। এ ক্ষেত্রে বলা যায় আরেফিন শুভর নাম। একসময় বিজ্ঞাপন ও টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ ছিলেন শুভ।
বর্তমানে তিনি ঢালিউডের জনপ্রিয় নায়ক। বিশেষ করে কিছুদিন আগে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মুক্তির পর শুভর কদর আরও বৃদ্ধি পেয়েছে। পরিচালকরাও তাকে পাওয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তু শুভর এখন দাম বেড়েছে।
দুটি ছবির শুটিং নিয়ে শুভ এখন কলকাতায় অবস্থান করছেন। ক্যারিয়ারের দারুণ একটি সময় পার করছেন এখন তিনি। হাতে রয়েছে পাঁচটি ছবি। প্রতিটি ছবিই দারুণ সব গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এর মধ্যে ভারতের বিখ্যাত নির্মাতা অরিন্দম শীলের ছবিও রয়েছে। নাম ‘বালিঘর’।
অন্যদিকে রয়েছে বাংলাদেশের আরেক বরেণ্য নায়ক আলমগীরের নির্মিত ছবি ‘একটি সিনেমার গল্প’তেও রয়েছেন তিনি। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
পাশাপাশি জাহিদ রেজোয়ানের ‘মৃত্যুপুরী’ কলকাতার নির্মাতা রঞ্জন ঘোষের ‘আহা রে’ এবং শিহাব শাহিনের ‘মনফড়িং’ নামের একটি ছবির শুটিংও শুরু করার কথা রয়েছে।
প্রতিটি ছবিতেই ভিন্ন ভিন্ন শুভকে দেখতে পাবেন দর্শক। পাঁচটি ছবি নিয়েই বেশ আশাবাদী ঢাকাই ছবির দর্শকপ্রিয় অভিনেতা আরেফিন শুভ।