প্রশংসিত অপু বিশ্বাস

493

ঢালিউড কুইন অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটি দর্শক মহলে দারুণ প্রশংসিত হচ্ছে। ছবিতে তার প্রাণবন্ত অভিনয় সবার নজর কেড়েছে। রাজনীতিতে অপুর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক শাকিব খান। ‘রাজনীতি’ ছবিটি ঢাকার মধ্যে শুধু বস্নকবাস্টার সিনেমাসে চলছে। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে। দর্শকদের বাড়তি আগ্রহের কারণে বস্নকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ শুক্রবার থেকে রাজনীতি ছবির চারটি প্রদর্শনীর ব্যবস্থা করেছে। আর এই রাজনীতি ছবির দাপটের কারণে হলিউডের পাওয়ার রেঞ্জার্স ছবিটির প্রদর্শনী বন্ধ করা হয়েছে। এটি ডিন ইসরা এলিট পরিচালিত ২০১৭ সালের বহুল আলোচিত আমেরিকান সুপার হিরো অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সাইন্স ফিকশন ছবি। এমনটাই জানিয়েছেন রাজধানীর যমুনা ফিউচার পার্কের বস্নকবাস্টার সিনেমাসের কর্তৃপক্ষ। শুক্রবার বিকালে কর্তৃপক্ষ জানায়, মুক্তির প্রথম সপ্তাহে রাজনীতি ছবি প্রতিদিন তিনটি করে প্রদর্শনী ছিল। এই সপ্তাহে চারটি করে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে দর্শকদের চাপে। সেজন্য বাধ্য হয়ে হলিউডের পাওয়ার রেঞ্জার্স-এর প্রদর্শনী বন্ধ করে দিয়েছি। ফলে সেখানে এখন রাজনীতি চলবে। মোট চারটি প্রদর্শনীর সময় হচ্ছে ১২:৩০ মিনিট, ৩:৩০ মিনিট, ৬:৪০ মিনিট এবং ৭:৩০ মিনিট। বস্নকবাস্টার সিনেমাসের কর্তৃপক্ষ জানায়, এখনো যারা হলে রাজনীতি ছবি দেখছেন, কেউ কোনো অভিযোগ করেননি। সবাই ছবিটির প্রশংসা করছেন। আমরাও ছবিটি চালাতে পেরে খুশি। এ ছবিটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘সারাদেশের তিন শতাধিক প্রেক্ষাগৃহের বিপরীতে দেশের একমাত্র মৌলিক গল্পের ছবি রাজনীতি প্রদর্শনের সুযোগ পেয়েছে মাত্র ৪০টি হলে। প্রায় প্রতিটি শোতে ঢাকার পাশের বিভিন্ন জেলা থেকেও অনেক দর্শক আসছেন ছবিটি দেখার জন্য। অনেকেই শো স্বল্পতার কারণে ফিরে যাচ্ছেন। যেটা আমার জন্য খুব বেদনার বিষয়। তবে জেনে ভালো লাগছে হল কর্তৃপক্ষ শো’র সংখ্যা বাড়িয়েছে। আমি মনে করি, এটাও আমাদের এক ধরনের বিজয়। শাকিব-অপু ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ডিজে সোহেল, অমিত হাসান, শিবা শানু, আলী রাজ প্রমুখ।