তাহসান নওশাবার দূরবীনে প্রেম

506

স্বভাব চরিত্রে আরাফ খুব গোছানো প্রকৃতির এবং বাস্তবিক চিন্তাতে বিশ্বাসী। অন্যদিকে আরাফের স্ত্রী মেধা প্রচ- আবেগী এবং কল্পনা প্রবণতায় ভরপুর। আরাফ আর মেধার সংসার ভালোভাবে কাটলেও একটা আক্ষেপ মেধার থেকেই যায়। মেধা চেয়েছিল সে প্রথমে প্রেম করবে তারপর বিয়ে করবে। কিন্তু তা হয় না। কিন্তু মেধার এই ইচ্ছে পূরণের খেলায় নামে আরাফ। টানা ১৪ দিন মেধা আর আরাফ প্রেম করবে। প্রেম প্রেম খেলাও বলা যায়। ১৪ দিনের প্রেম প্রেম খেলা শেষ হয় ঠিকই, কিন্তু শুরু হয় এক বিভেদের নতুন গল্প। কল্পনা আর বাস্তর কী একপথে চলতে পারে? এ নিয়েই দূরবীনে প্রেম। রাজিব সরকারের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহসান, নওশাবা প্রমুখ। নাটকটি জিটিভির ঈদ আয়োজনে আজ রাত ১১টায় প্রচার হবে।