প্রধানমন্ত্রীর কাছে পিইসি, জেএসসি ও জেডিসি ফল হস্তান্তর

218

অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি, প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি ও এর সমমানের এবতেদায়ী পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান আজ সকালে গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ ফল হস্তান্তর করেন। একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দেশব্যাপী পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন। এই কার্যক্রমে ২০১৯ শিক্ষাবর্ষের জন্য ১ জানুয়ারি দেশের ৪,২৬,১৯,৮৬৫ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই বিতরণ করা হবে। ৮টি সাধারণ শিক্ষা বোর্ড এবং ১টি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।