প্রথম পাকিস্তানি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে দার

125

পুরুষ কিংবা নারী ক্রিকেট মিলিয়ে পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিলেন নিদা দার। নর্থ সাউন্ডে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার দিয়েন্দ্রা ডট্টিনকে আউট করে এই মাইলফলক স্পর্শ করেন ৩৪ বছর বয়সী বয়সী। বুধবার (৩০ জুন) আরও একটি উইকেট নেন, স্টেফানি টেলরকে ফিরিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ১০১। মেয়েদের আনর্ত্জাতিক টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল আনিসা মোহাম্মেদ, এলিসে পেরি, শাবনিম ইসমাইল ও অ্যানিয়া শ্রুবসোল।

এমন মাইফলক ছোঁয়ার দিনে পাকিস্তান হেরে গেছে ১০ রানে। ম্যাচ শেষে দার বলেছেন, ‘এই মাইফলকের পেছনে অবশ্যই অনেক পরিশ্রম রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ১০০ উইকেট নেওয়ার কথা আমার মনে সবসময় ছিল। আগের সিরিজে সুযোগ থাকলেও পারিনি। তবে এই সিরিজে আমি এই লক্ষ্য অর্জনে সব চেষ্টা করার পরিকল্পনা করেছিলাম, প্রথম ম্যাচেই এটি পেয়ে যাওয়ায় আমার অনেক ভালো লাগছে।’

পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় শীর্ষ উইকেটশিকারী শহীদ আফ্রিদি (৯৭)। আর মেয়েদের ক্রিকেটে দ্বিতীয় স্থানে সানা মীর (৮৯)। দারের ক্যারিয়ার সেরা বোলিং ছিল ২০১৮ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়ার বিপক্ষে, ২১ রান খরচায় ৫ উইকেট নেন।

পরবর্তী প্রজন্মের নারী খেলোয়াড়দের জন্য দার ‘অনুপ্রেরণা’, এক বিবৃতিতে তার প্রশংসা করে এমন কথা বলেছে পিসিবি, ‘এটা কোনও ছোটখাটো অর্জন নয়। অনেক পরিশ্রম আর বিসর্জনে পাওয়া এটি। গত এক দশকে জাতীয় নারী দলের অবিচ্ছেদ্য অংশ নিদা দার এবং পরবর্তী প্রজন্মের নারী ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা।’