পেরেরা ব্যাটে, বাংলাদেশের বিপক্ষে, লঙ্কানদের বড় সংগ্রহ

223

ইনিংসের শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত বোলিংটা লেজেগোবরে হয়েছে বাংলাদেশের। বিশেষ করে লঙ্কান ওপেনার কুশল পেরেরা। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন এই বাঁহাতি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান করে মালিঙ্গারা। জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩১৫ রান। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই দুই ওভার এক বলে শফিউল ইসলামের বলেই রিভিউ নিয়ে বেঁচে যান ওপেনার অভিষেক ফার্নান্দো। কিন্তু বেশি সময় নিজেকে বাঁচাতে পারলেন না। সেই সফিউলের বলেই ফিরলেন তিনি।  ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে শফিউলের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৭ রানে ফেরেন ফার্নান্দো। দলীয় ১০ রানেই প্রথম উইকেটের পতন হয় স্বাগতিক শ্রীলঙ্কার। শুরুতেই ধাক্কা খেলেও পরবর্তীতে ভালো জুটি গড়ে লঙ্কানরা। ১৪ ওভারেই দলীয় শতক পূরণ করে ফেলে স্বাগতিক শ্রীলঙ্কা। পাশাপাশি ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূরণ করেছেন কুশল পেরেরা। তবে দলীয় শতকের পরই মেহেদি হাসান মিরাজের বলে ফেরেন দিমুথ করুনারত্নে। ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে মেহেদির বলে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ৩৬ রানে ফেরেন করুনারত্নে। অন্যদিকে, সৌম্য সরকারের বলে টাইমিংয়ের গড়বড় করে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিলে শেষ হয় পেরেরা দুর্দান্ত ইনিংসটি। ১৭ চার আর এক ছক্কায় ১১১ রান করে সাঝঘরে ফিরেন তিনি। এছাড়া কুশল মেন্ডিস ৪৩ এবং ম্যাথুস ৪৮ রান করে সাঝঘরে ফিরে। শেষ দিকে খেলতে নামেন বিদায়ী লাসিথ মালিঙ্গা। ৬ বলে ৬ রান করে অপরাজিত থাকেন মালিঙ্গা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান তুললে সক্ষম হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন শফিউল এবং মোস্তাফিজ দুই উইকেট নেন। এছাড়া মেহেদী মিরাজ, সৌম্য এবং রুবেল একটি করে উইকেট নেন।