পুলিশকে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে

120

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, মানুষের আস্থা-ভরসার স্থল হলো পুলিশ বাহিনী। বিপদে পড়লে মানুষ সবার আগে পুলিশের কাছেই ছুটে যায়। তাই পুলিশকেই জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। আজ সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৪তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, অপরাধী শনাক্তকরণ ও মামলা তদন্তে প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের সাইবার সেন্টার ও ডিএনএ ল্যাব করা হয়েছে। পুলিশ বাহিনীর প্রত্যেকটি সদস্যকে দেশের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।