নয়াগোলা-আমনুরা সড়কে আবারো দুর্ঘটনা : এক ধানকাটা শ্রমিক নিহত, আহত ১০

517

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর উল্টে শাহাজান আলী (৪৫) নামের এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নয়াগোলা-আমনুরা সড়কের আতাহার নয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার মো. সাহেদ দফাদারের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, রাজশাহীর তানোর থেকে ধান কেটে ট্রাক্টরে (কাঁকড়া) করে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন শাহজাহানসহ অন্যরা। পথে আতাহার নয়ানগর এলাকায় সেতু আটো রাইস মিলের সামনে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে শাহাজান আলীসহ অন্যরা আহত হন। তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আহতদরে মধ্যে রামচন্দ্রপুর হাট এলাকার আরশাদ আলীর ছেলে সাদেকুল (৫০), এস্তাজ আলীর ছেলে সাদেকুল (৪০), মো. মাজেদের ছেলে নাসির (৩৫), মো. সাদেকুলের ছেলে মো. আলামিন (২০)কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া একই এলাকার মো. এন্তা আলীর ছেলে আবু সায়ের (৪৫), মো. জাকারিয়ার ছেলে আহাদ (৩৫), মো. সাজেমানের ছেলে আবু হোসেন (৫০), মো. আকবরের ছেলে কাওছার (২৫), মৃত বাচ্চুর ছেলে সোহবুল (২৮), মৃত বেলালের ছেলে এনামুল (৫০)কে জেলা হাসতপালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ওই একই সড়কের পাওয়েল মোড় এলাকায় গত ১৮ মে ধানবোঝাই ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত হন।
দুর্ঘটনায় আহত শ্রমিক সোহবুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহীর তানোর উপজেলা থেকে ধান কাটা শেষে ধান বোঝাই করে ট্রাক্টরে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে সদর উপজেলার আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ সড়কের আতাহার নয়ানগর এলাকার সেতু অটো রাইস মিলের সামনে ধান ও শ্রমিক বোঝাই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। এতে ধানের বস্তার উপরে থাকা শ্রমিকরা ধানের বস্তায় চাপা পড়ে আহত হয়।

টাক্টর উল্টানোর ভিডিও