নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ে পাকিস্তান

129

পাকিস্তানকে নেদারল্যান্ডস টার্গেট দিল ৯২ রানের। পাকিস্তানের জয়টা নিশ্চিতই বলা যায়। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমেও চার উইকেট খোয়োতে হলো তাদের। ১৩.৫ ওভারেই ছয় উইকেট হাতে নিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল পাকিস্তান।

টানা দুই ম্যাচ হারের ফলে প্রবল সমালোচনার মধ্যে ছিল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর তো দলের সাবেক ক্রিকেটাররাও তাদের নিয়ে সমালোচনা করছিল। তাই এই ম্যাচে পাকিস্তানের উপর চাপ ছিল অনেক। সেই চাপ শুরুতেই হালকা করে দেন দলের বোলারারা। অস্ট্রেলিয়ার পার্থে পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেনি নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। পুরো ২০ ওভার ব্যাট হাতে লড়াই করলেও মাত্র ৯১ রানের সংগ্রহ পেয়েছে তারা।

পাকিস্তানের হয়ে তিন উইকেট শিকার করেছেন শাদাব খান। মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন দুই উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ আর হারিস রউফ।

৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩.৫ ওভারে ৫ উইকেটে ৯৫ রান সংগ্রহ করে পাকিস্তান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও পাকিস্তানের শুরুটা সাবলীল হয়নি। দ্বিতীয় ওভারেই অধিনায়ক বাবর আজম সাজঘরে ফিরেছেন ৫ রানে রান আউট হয়ে। পরে ফখর জামান (২০) ও রিজওয়ানের জুটিতে পাকিস্তানকে আর বেগ পেতে হয়নি। মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ ৪৯ রান করেন। এছাড়া বাবর ৪, শান মাসুদ ১২ রান করে বিদায় নেন। ইফতিখার ৬ ও শাদাব খান ৪ রান করে অপরাজিত থাকেন।