নেজামপুর-বিনোদবিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

366

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি আয়োজনে সাংস্কৃতিক ও ক্রিড়া কমসূচির আওতায় ও পিকেএসএফের সহযোগিতায় ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেজামপুর-বিনোদবিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী আয়োজন করা হয় বিভিন্ন ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সকালে মুক্তিযুদ্ধের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে জানানোর উদ্দেশ্য নিয়ে “চল মুক্তিযুদ্ধের গল্প শুনি” পর্বে বিভিন্ন স্কুল-কলেজ থেকে আসা শিক্ষার্থীদের মাঝে মহান স্বাধীনতা যুদ্ধ নিয়ে আলোচনা করেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, সহকারী অধ্যাপক ও মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা বৈয়ুদ্দীন। আলোচনার পর শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুক্তিযোদ্ধারা। অন্যদিকে মাঠের পূর্ব প্রান্তে চলে এলাকার নারীদের নিজ হাতে তৈরি করা শীতের বিভিন্ন পিঠা নিয়ে “পিঠা উৎসব”। দশনার্থীরা স্টলগুলো ঘুরে ঘুরে শীতের এসব পিঠাগুলো খেয়ে দেখেন। সকাল থেকেই ছোট ছেলেদের মোরগ লড়াই, মেয়েদের ১০০মিটার দৌড়, বুড়িবসানী, দাড়িয়াবান্ধা, ছেলেদের ১০০মিটার দৌড় প্রতিযোগিতা হয়েছে। বিকেলে প্রবীণদের মাঝে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। তাছাড়াও নেজামপুর ইউনিয়নের ৭৫ জন প্রবীনের মাঝে বয়স্ক ভাতা, কম্বল ও ওয়াকিং স্টিক (লাঠি) বিতরণ, ইউনিয়নের শ্রেষ্ঠ প্রবীণ ব্যক্তিত্ব শ্রেষ্ঠ সন্তান সম¥ানণা প্রদান করা হয়েছে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির জৈষ্ঠ্য উপ-পরিচালক নাসের উদ্দিন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এসময় আরও বক্তব্য দনে পিকেএসএফ’র ব্যবস্থাপক মনির হোসেন ও প্রয়াসের কণিষ্ঠ সহকারি পরিচালক মু. তাকিউর রহমান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির নাচোল এলাকা পরিচালক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, বিনোদ বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হকসহ অন্যান্যরা। উল্লেখ্য, ৭৫জন প্রবীণের প্রত্যেককে ৬শ’ করে ২ মাসের ১২শ’ টাকা বয়স্ক ভাতা এবং ২৫ জন প্রবীনকে শীতবস্ত্র, ৫ জনকে ওয়াকিং স্টিক (লাঠি) ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখার গৌরব অর্জন করায় একজন শ্রেষ্ঠ সন্তান ও একজন নারী প্রবীণকে ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।