জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা সভা

470

 জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড পালন উপলক্ষে জেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে, এর সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। সভায় সিভিল সার্জন ডা. সাইফুল ফেরদৌস মোহাম্মদ আর্তাতুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল হাসান বলেন, যারা মাঠ পর্যায়ে কাজ করে তাদের সচেতন হতে হবে। উন্নয়ন করতে হলে আগে নিজেদের মধ্যে কাজ করতে হবে মানব সম্পদে পরিনত করতে হবে। সভাপতির ডা. সাইফুল ফেরদৌস মোহাম্মদ আর্তাতুক সমাপনি বক্তব্যে বলেন, ২ বছরের পর শিশুদের পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার দিতে হবে। এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কালাম, পরিবার পরিকল্পনার অধিদপ্তরের উপপরিচালক ডা. আব্দুস সালামসহ স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তাবৃন্দ।