নির্বাচন ফলাফল বাতিলের আপিল করেছেন সানী

288

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন-২০১৭ এর ফলাফল বাতিলের জন্য নির্বাচন কমিশনের কাছে আপিল করেছেন পরাজিত সভাপতি প্রার্থী ওমর সানী। গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবরের কাছে লিখিতভাবে আপত্তিপত্র দাখিল করেছেন তিনি। গত শুক্রবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশের ৩৬ ঘণ্টার মাথায় আপত্তিপত্র দিয়ে ফল বাতিলের আবেদন জানানো হলো। এবারের শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত সভাপতি প্রার্থী ওমর সানীর স্বাক্ষর করা ওই আবেদনপত্রে ভোটের সংখ্যায় গরমিল দাবি করে তিনি বলেন, গেল শুক্রবার অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট পড়েছে মোট ৫৫৮টি। এর মধ্যে ৮৯টি ভোট বাতিল বলে নির্বাচন বোর্ড প্রকাশ করেছে। মোট ফলাফল অসংগতিপূর্ণ। কেননা, সভাপতি তিনজনের ভোট যোগ করলে মোট ৪৬৯টি ভোট হওয়া উচিত। কিন্তু প্রকাশিত ফলাফলে পাওয়া যাচ্ছে মোট ভোট ৪৫৬টি। অন্যান্য পদে প্রাপ্ত ভোটের যোগফল কোনোভাবেই বৈধ ব্যালটের সাথে মিলে না। যেমন কার্যনির্বাহী মোট ভোট হওয়ার কথা ৫৬২১টি। কিন্তু প্রকাশিত ফলাফলে পাওয়া যাচ্ছে মোট ভোট ৫৬৬৫। তাহলে অতিরিক্ত ৪৪টি ভোট কোথা থেকে এলো? এমনকি কোষাধ্যক্ষ পদে তিন প্রার্থীর মোট ভোট ৪৬৫টি। কিন্তু হওয়া উচিত ৪৬৯টি। এছাড়া ওমর সানি শাকিব খানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি প্রসঙ্গে বলেন, সমিতির সভাপতি শাকিব খান পদাধিকার বলে ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারেন। কিন্তু নির্বাচন কমিশন গণনার সময় জোরপূর্বক তাকে অফিস থেকে বের কওে দেয় যা কোনোভাবেই কাম্য ছিলো না। আপীল বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন দিলু বলেন, আমরা সানীর আবেদনপত্র পেয়েছি। সভায় আজ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নির্বাচন বাতিলের কোনো আবেদন করতেই পারেন না সানী। বড়জোর ফল পুনরায় গণনার ব্যাপারে আবেদন করতে পারেন। এরপরও তিনি নির্বাচন বাতিলের যে আবেদন করেছেন, তা আপিল বিভাগের কর্মকর্তা যারা আছেন তাদের সকলেল মতামত নিয়ে চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। জানা যায়, কোনো ভুলভ্রান্তি থাকলে তা ঠিক করে দুই-একদিনের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।