নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ

511

নিজেদের প্রথম ম্যাচে কাল (শুক্রবার) মাঠে নামছে বাংলাদেশ। ডাবলিনের ম্যালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে।

ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডে ১০ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে ধাতস্থ হতে গেলো রোববার আয়ারল্যান্ডে পা রাখে টাইগাররা। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে খেলা ৩টি প্রস্তুতি ম্যাচেই ব্যাটে-বলে দারুণ খেলেছে হাথুরুসিংহের দল। সেঞ্চুরি পেয়েছেন মুশফিক-সাব্বির। হেসেছে ইমরুল-সৌম্য-তামিমদের ব্যাট। সহায়ক কন্ডিশন হওয়ায় বোলাররাও আছেন ছন্দে।

তাই আত্মবিশ্বাস সঙ্গী করেই স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলবেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজ খেলতে আজ স্থানীয় সময় দুপুরে বেলফাস্ট থেকে ডাবলিনে পৌঁছায় টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত মুখোমুখি ৭ দেখায় ৫টি জিতেছে বাংলাদেশ। এই সিরিজের ৪টি ম্যাচই জিতলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলাটাও নিশ্চিত হবে টাইগারদের।