নিউজিল্যান্ডে বিপক্ষে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ

248
STRICTLY FOR EDITORIAL USE ONLY. CONTACT YOUR LOCAL OFFICE FOR ALL COMMERCIAL (INCLUDING ADVERTORIAL) AND PROMOTIONAL USES. USE IN BOOKS REQUIRES SEPARATE APPROVAL. NO LICENSING FOR CONSUMER PRINTS. ADELAIDE, AUSTRALIA - MARCH 09: Bangladesh players celebrate after winning the 2015 ICC Cricket World Cup match between England and Bangladesh at Adelaide Oval on March 9, 2015 in Adelaide, Australia. (Photo by Morne de Klerk/Getty Images)

উপমহাদেশীয় দলগুলোর জন্য নিউজিল্যান্ড সফর সব সময়ই চ্যালেঞ্জিং। এবার সেই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আগামীকাল থেকে এই নিউজিল্যান্ডেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল। আগামীকাল প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে নেপিয়ারের ম্যাকলিন পার্কে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭ টায়। সিরিজটা যে বাংলাদেশের জন্য মোটেই সহজ হবে না, তারই আগাম সতর্ক বার্তা দিলেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসন। ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজকে ড্যানি মরিসন বলেন, নিউজিল্যান্ড খেলতে গেলে সব সময়ই ধৈর্য্য ধরতে পারাটা খুব জরুরি। নিউজিল্যান্ডের কন্ডিশন বাকিদের চেয়ে একদমই আলাদা। ড্যানি মরিসন অবশ্য ভরসা পাচ্ছেন বাংলাদেশের পেস বোলিং বিভাগে। তিনি বলেন, নিউজিল্যান্ডে বোলারদের লাইন লেংথ ঠিক রেখে বোলিং করার কোনো বিকল্প নেই। ওখানকার ব্যাটনস্যানদের বিপক্ষে ধৈর্য্য ধরে বোলিং করতে পারলে সাফল্য সম্ভব। মুস্তাফিজ, রুবেলদের সুযোগটা কাজে লাগানো উচিত।