জেলার ৩ টি স্কুলে অ্যাসেমলি পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করলেন শিক্ষক অ্যাসোসিয়েসনের সদস্যরা

281

সমাজে উগ্রপন্থা প্রতিরোধে এবং শান্তি সম্প্রীতি ও সৌহাদ্য প্রতিষ্ঠার লক্ষে শিক্ষক অ্যাসোসিয়েসনের সদস্যদের দ্বারা অ্যাসেমলি পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়, চরমোহনপুর উচ্চ বিদ্যালয় এবং টিকরামপুর উচ্চ বিদ্যালয়ের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পীস প্রকল্পের আওতায় ও বেসরকারি সংস্থা রুপান্তরের সহযোগীতায় জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই কর্মসূচির আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত-ই-খুদা, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা: শাহ্আলম, টিকরামপুর উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল আহসান, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান এবং পীস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ও রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার মুহম্মদ আব্দুল বারী। এসময় সদর উপজেলার ৩ টি স্কুলেই শিক্ষার্থীদের বাল্যবিয়ে, মাদক এবং সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে সচেতন করা হয়। নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক, বাল্যবিয়ে ও জঙ্গীবা থেকে সকলকে দূরে থাকতে হবে ও না বলতে হবে।