না ফেরার দেশে চলে গেলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা

215

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম গতরাত সড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। এসিল্যান্ড বরমান হোসেন সাংবাদিকদের তার মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সুত্র জানায়, বেশ কয়েকদিন যাবত জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। গতরাতে তার শারিরীক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎধীন অবস্থায় গতরাত সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ দুপুর ১২টায় শিবগঞ্জ স্টেডিয়ামে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার মাহবুব আলম খান পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান কেরামত আলী, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিনসহ বিভিন্ন স্কুল ,কলেজ ও মাদরাসার শিক্ষকসহ সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তাসহ প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহন করেন। জানাজা শেষে রাজশাহীতে তাঁকে দাফন করা হয়। নাটোর গুরুদাসপুর শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২৮তম ব্যাচের সদস্য। তিনি ২০১৬ সালের ১৩ অক্টোবর শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তার মৃত্যুতে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা গভীর শোক প্রকাশ প্রকাশ করেছেন।