কাশ্মিরে বন্যা সতর্কতা, অমরনাথ যাত্রায় বিঘ্ন

125

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিওে গত তিন দিন ধরে ভারি বৃষ্টিপাতের কারণে ভূমি ধসের পর গত শুক্রবার প্রথমে বালটাল রুটে এবং একদিন পর পাহালগ্রাম রুট ধরে অরমনাথ যাত্রা স্থগিত করা হয়েছিল। কাশ্মিরের দক্ষিণাঞ্চলে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে হিন্দু পুণ্যার্থীদের অমরনাথ যাত্রা কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হলেও ফের শুরু করা হয়েছে। বৃষ্টিতে ভিজে পাহাড়ি রাস্তা ভয়ানক পিচ্ছিল হয়ে পড়াও যাত্রা স্থগিতের একটি কারণ। দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলার সঙ্গমে গত শুক্রবারও ঝিলম নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকেও নদীর পানি ২৩ দশমিক ০৬ ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে জানায় এনডিটিভি। তবে পানি কমতে শুরু করেছে। সকাল ৯টার দিকে সেখানে ২৩ দশমিক ১৬ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। ২০১৪ সালে ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট ঢল ও আকস্মিক বন্যায় অনন্তনাগ ভ্যালিতে তিনশতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ঝিলম নদীর পানি বৃদ্ধি স্থানীয় বাসিন্দাদের সেই স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। এ বছর দুই লাখের বেশি তীর্থযাত্রী হিন্দুদের পবিত্র ধর্মীয়স্থান অমরনাথ গুহা পরিদর্শনের জন্য আবেদন করেছেন। দক্ষিণ কাশ্মিরে হিমালয়ের তিন হাজার ৮৮০ ফুট উপরে ওই গুহার অবস্থান।